কারাবন্দি ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল, ফাঁসির দাবি ও আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখিয়ে বিচারের দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।
রবিবার (৪ মে) চট্টগ্রাম আদালত প্রাঙ্গণসহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এই সময় শিক্ষার্থীরা বলেন, আইনজীবী আলিফকে হত্যার নির্দেশ দাতা ছিলেন চিন্ময়। আলিফ হত্যা মামলায় এখন পর্যন্ত চিন্ময়ের নাম আসেনি।
অথচ প্রথম আসামি হিসেবে তার নাম থাকা দরকার। আলিফ হত্যা মামলায় চিন্ময়ের নাম অন্তর্ভুক্ত হোক, না হয় তাকে আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোক। তার শাস্তি নিশ্চিত করা হোক। চিন্ময়ের যেন জামিন না দেওয়া হয়। এই সময় চিন্ময়ের ফাঁসি চান শিক্ষার্থীরা। রবিবার চিন্ময়কে দেওয়া হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি চেম্বার জজ আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এম আই ফারুকীর মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম অর্ধবেলার পর স্থগিত রাখা হয়েছে। ফলে, রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আদেশের বিরুদ্ধে রবিবার চেম্বার আদালতে শুনানির কথা থাকলেও তা হয়নি।
এর আগে রবিবার ঢাকায় জামিন শুনানির কথা শুনে চট্টগ্রামের আদালতের এলাকায় বিক্ষোভ করার ডাক দেয় ছাত্ররা। ঢাকার সুপ্রিম কোর্টের এ শুনানিকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে চট্টগ্রাম আদালতে নিরাপত্তা কড়াকড়ি করে পুলিশ। সকালের দিকে আইনজীবী ও বিচার প্রার্থীদের গাড়ি চেক করে ও ঢুকতে দেওয়া হয়েছে। আদালত ভবনের সামনে ব্যাপক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিত লক্ষ করা গেছে। এরপর সকাল ১১টার দিকে আদালত এলাকায় উপস্থিত হন শিক্ষার্থীরা।
এই সময় তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার চেয়েও স্লোগান দেন। পরে চেম্বার জজ আদালতে চিন্ময়ের জামিন শুনানি স্থগিতের খবর পৌঁছালে শিক্ষার্থীরা ফিরে যান।
এর আগে গত ৩০ এপ্রিল পুরে বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন মঞ্জুর করেন। আদেশের পর হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর প্রেক্ষিতে সন্ধ্যা ৬টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
রাষ্ট্রদ্রোহের মামলায় গত বছরের ২৫ নভেম্বর ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোট নামে একটি সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকায় গ্রেপ্তার করে পুলিশ। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকেই কারাগারে আছেন চিন্ময়। গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। পরে হাইকোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবী।