Thursday , 1 May 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ট্রেন চলাচলের বিষয়ে যা জানালেন রেলের ডিজি
--ফাইল ছবি

ট্রেন চলাচলের বিষয়ে যা জানালেন রেলের ডিজি

অনলাইন ডেস্কঃ

দূরপাল্লার যাতায়তের নিরাপদ বাহন হচ্ছে ট্রেন। তাই যাত্রীরা সড়কপথের থেকে রেলপথকে বেঁচে নেন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি থেকেই সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন থেকে এখন পর্যন্ত রেল চলাচল বন্ধ রয়েছে।

সরদার সাহাদাত বলেন, ট্রেন চলাচলের সিদ্ধান্ত হলে জানানো হবে। ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি আরো বলেন, সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কবে থেকে ট্রেন চলবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১৮ জুলাই রাজধানীর নাখালপাড়া রেলগেট এলাকায় কোট আন্দোলনকারীরা রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে জননিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে।

About Syed Enamul Huq

Leave a Reply