পাকিস্তান থেকে ডাকযোগে আর কোনো চিঠি বা পার্সেল ভারতে পাঠানো যাবে না। ভারতের যোগাযোগ মন্ত্রণালয় থেকে শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আকাশ বা স্থলপথে পাকিস্তান থেকে সব ধরনের চিঠি ও পার্সেলের ভারতে প্রবেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার রাতে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তানি পণ্য আর আমদানি করা যাবে না ভারতের।
এরপর শনিবার সকালে সিদ্ধান্ত নেওয়া হয়, পাকিস্তানের পতাকা থাকা কোনো পণ্যবাহী জাহাজ ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না। কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলা পরবর্তী উত্তেজনার মাঝে ইসলামাবাদের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপের অংশ হিসেবে এসব সিদ্ধান্ত নিল ভারত।গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলা চালায় জঙ্গিরা। এতে ২৬ জন নিহত হয়।
তাদের মধ্যে ২৫ জনই ছিলেন পর্যটক। ভারতীয় গোয়েন্দাদের সন্দেহ, ওই ঘটনায় সীমান্ত অনুপ্রবেশের যোগ রয়েছে। যদিও ওই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে যাচ্ছে পাকিস্তান।উদ্ভূত এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত।
সিন্ধু পানিচুক্তি স্থগিত রাখা থেকে শুরু করে পাকিস্তানিদের ভিসা বাতিল, পাকিস্তানের জন্য ভারতীয় আকাশসীমা বন্ধ করে দেওয়াসহ একের পর এক পদক্ষেপের ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে অটারি সীমান্তও।পাকিস্তানও গত এক সপ্তাহের কিছু বেশি সময় ধরে ভারতের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করেছে। তার মধ্যে বেশির ভাগই ভারতীয় পদক্ষেপের অনুরূপই। তালিকায় রয়েছে ভারতীয়দের জন্য ভিসা বাতিলের সিদ্ধান্ত, ভারতীয় এয়ারলাইনের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধের সিদ্ধান্তও নিয়েছে পাকিস্তান।
এ ছাড়া ইসলামাবাদ জানিয়েছিল, কোনো তৃতীয় দেশ হয়েও ভারতের সঙ্গে বাণিজ্য করবে না তারা। ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ও শুক্রবার জানায়, পাকিস্তানে তৈরি কোনো পণ্য সরাসরি বা ঘুরপথে ভারতে আমদানি করা যাবে না।