Saturday , 3 May 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের ওপর হামলা, আটক ২
--সংগৃহীত ছবি

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের ওপর হামলা, আটক ২

অনলাইন ডেস্কঃ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে আহত হয়েছেন তিনজন সাংবাদিক। এছাড়া জনতার হাতে আটক হয়েছেন দুই যুবক। গত বৃহস্পতিবার (০১ মে) সকালে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ গেটের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন— ডেইলি লাইফ পত্রিকার ফটো সাংবাদিক প্রদীপ কুমার মীল, যায়যায়দিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চিফ খোরশেদুল আলম শামীম ও দৈনিক পূর্বদেশের সাব-এডিটর শফিকুল ইসলাম খান। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা লোকজন দুই হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তারা হলেন— রেজাউল ইসলাম (৩২) ও শহীদ ওরফে কোরবান আলী (২৬)। হামলাকারী অন্যরা সুযোগ বুঝে বিভিন্ন দিকে পালিয়ে যায়।

জানা গেছে, মে দিবস উপলক্ষে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা আনোয়ারার পারকি বিচে পিকনিকের আয়োজন করে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে সাংবাদিকদের পরিবহনের জন্য বেশ কয়েকটি বাস এসে অবস্থান করছিল। এ সময় রেজাউল ইসলামের নেতৃত্বে একদল দুর্বৃত্ত বাসচালকদের কাছ থেকে চাবি কেড়ে নেয়।  এর প্রতিবাদ করলে তারা সাংবাদিকদের ওপর হামলা চালায়।

খুলশী থানার ওসি আফতাব আহমেদ বলেন, জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে সংঘটিত ঘটনায় দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। যেহেতু ঘটনার উৎপত্তিস্থল ও হামলার ঘটনাস্থল দুটি ভিন্ন, তাই তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, ‘হামলায় নেতৃত্বদানকারী রেজাউলের পরিচয় জেনে আমরা বিস্মিত হয়েছি।

About Syed Enamul Huq

Leave a Reply