Monday , 5 May 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বিমানবন্দর সড়কে তীব্র যানজটের শঙ্কা, যাত্রীদের সময় নিয়ে বের হওয়ার পরামর্শ
--ফাইল ছবি

বিমানবন্দর সড়কে তীব্র যানজটের শঙ্কা, যাত্রীদের সময় নিয়ে বের হওয়ার পরামর্শ

অনলাইন ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা ঘিরে আগামীকাল বিমানবন্দর সড়কে ব্যাপক যানজটের আশঙ্কা রয়েছে। তাই প্লেনের যাত্রীদের হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।

খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর সড়কে যানজটের আশঙ্কার কথা জানিয়ে সব বিমান সংস্থা ও যাত্রীদের আগামী মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ফ্লাইটের জন্য সময় নিয়ে বের হয়ে নির্ধারিত সময়ের আগে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

সোমবার (৫ মে) ইউএস-বাংলার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, ‘আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকাল ৮টা থেকে দুপুর আড়াইটার মধ্যে যাদের ফ্লাইট রয়েছে, তাদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। আগামীকাল এয়াপোর্ট অভিমুখী রাস্তায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। সুতরাং ফ্লাইট মিসের সম্ভাবনা এড়াতে সময় হাতে নিয়ে রওনা দিন।’

About Syed Enamul Huq

Leave a Reply