Saturday , 10 May 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভারতে বাংলাদেশি চ্যানেল বন্ধ : ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে সরকার, প্রয়োজনে পাল্টা পদক্ষেপ
--ফাইল ছবি

ভারতে বাংলাদেশি চ্যানেল বন্ধ : ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে সরকার, প্রয়োজনে পাল্টা পদক্ষেপ

অনলাইন ডেস্কঃ

ভারতে ইউটিউবে বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করার বিষয়ে ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে সরকার। ব্যাখ্যা সন্তোষজনক না হলে পালটা পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

গতকাল শুক্রবার অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্লাটফরম ডিসমিসল্যাব জানায়, যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন, ও মোহনা টিভির সম্প্রচার ভারতে বন্ধ করে দিয়েছে ইউটিউব।

শনিবার আরো দুই চ্যানেল সময় টেলিভিশন ও ডিবিসি নিউজের সম্প্রচারও ভারতে বন্ধ করা হয়েছে।ফয়েজ আহমদ বলেন, ‘আমরা ইউটিউব-এর কাছে এর ব্যাখ্যা চাইব। সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে আমরা পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হব।’

জিও-ব্লকিংয়ের কারণে ভারতে এসব চ্যানেল দেখতে চাইলে ব্যবহারকারীদের সামনে বার্তা আসে—‘জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা-সংক্রান্ত সরকারি আদেশের কারণে এই কনটেন্ট এই দেশে আপাতত অননুমোদিত।

ফয়েজ আহমদ বলেন, ‘বাংলাদেশের সম্প্রচার মাধ্যমগুলোকে ভৌগোলিক লোকেশন হিসেবে এভাবে ব্লক করার কারণে ভারতে অবস্থানরত বাংলাদেশিদের দেখার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।’

জিও-ব্লকিং অর্থ হলো, নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় ব্যবহারকারীদের জন্য কনটেন্ট সীমাবদ্ধ করা। ফলে, চ্যানেলগুলো অন্যান্য দেশ থেকে দেখা গেলেও ভারতীয় ব্যবহারকারীরা সেগুলো দেখতে পাচ্ছেন না।

About Syed Enamul Huq

Leave a Reply