Friday , 9 May 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
যমুনার সামনে নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা
--সংগৃহীত ছবি

যমুনার সামনে নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা

অনলাইন ডেস্কঃ

রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাডক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান করছে জাতীয় নাগরিক পার্টির নেতারা। তাদের সঙ্গে ছাত্র-জনতা ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও যোগ দিয়েছেন। জুমার নামাজের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ হবে যমুনার সামনে। ইতিমধ্যে মঞ্চও তৈরা করা হয়েছে।

সমাবেশ ঘিরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশপাশের এলাকায় সতর্কতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার সকাল থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল সড়ক ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। ওই সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না।

ডিএমপি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই পুলিশসহ অন্য বাহিনীগুলোর নিরাপত্তা জোরদার রয়েছে। দুপুরের সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে যমুনার সামনের সড়ক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এদিন সকাল ১১টার দিকে দেখা গেছে, পাঁচটি ট্রাক একসঙ্গে করে ওপরে সামিয়ানা লাগিয়ে এই অস্থায়ী মঞ্চ নির্মাণের কাজ করছেন শ্রমিকরা।

আজ শুক্রবার বেলা ১২ টার দিকে যমুনা ছেড়ে ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা।সরেজমিনে দেখা যায়, ইন্টারকন্টিনেন্টালের সামনে ৪টি ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চে দুপুর ২টা থেকে ফ্যাসিবাদবিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

এ মুহূর্তে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠন সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী সহ সাধারণ ছাত্র-জনতা উপস্থিত রয়েছেন।

মঞ্চ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এনসিপি। শুক্রবার সকালেও দেখা যায়, যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন এনসিপির নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

About Syed Enamul Huq

Leave a Reply