আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানীর এক ভাতিজিকে হেনস্থা ও মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে শ্যামগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন রফিকুল ইসলাম মাদানী। ওই পোস্টে তিনি বলেন, আমি স্তব্ধ, বাকরুদ্ধ— বলার মতো কোনো ভাষা নেই।
এদিকে, অভিযুক্ত পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সালমান রহমান পল্লবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদল। বুধবার বিকেলে ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে নেত্রকোনা জেলা শাখার অধীনস্থ পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সালমান রহমান পল্লবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
এতে আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। নেতৃবৃন্দ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
অভিযুক্ত পল্লবকে বহিষ্কার করায় ছাত্রদলকে ধন্যবাদ জানিয়েছেন রফিকুল ইসলাম মাদানী। বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছাত্রদলের বহিস্কারাদেশটি পোস্ট করে তিনি বলেন, ছাত্রদলকে ধন্যবাদ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য। বিশেষ করে লুৎফর জামান বাবর ভাই ও ছাত্রদল সভাপতি রাকিব ভাইকে যারা আমার পরিবারের খোঁজ নিয়েছেন এবং দ্রুত পল্লবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন!