Monday , 12 May 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সৌদি আরবে পৌঁছেছেন ৩৮৫৭৯ হজযাত্রী
--ফাইল ছবি

সৌদি আরবে পৌঁছেছেন ৩৮৫৭৯ হজযাত্রী

অনলাইন ডেস্কঃ

চলতি বছর হজ পালনের জন্য এখন পর্যন্ত মোট ৩৮ হাজার ৫৭৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এখনো ৭৭৬ জন হজযাত্রীর ভিসা বাকি রয়েছে। আজ রবিবার হজ অফিসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, তিনটি এয়ারলাইনসের মোট ৯৬টি ফ্লাইটে ৩৮ হাজার ৫৭৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৪৭টি ফ্লাইটে ১৮ হাজার ৮৫৯ জন, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৩৩টি ফ্লাইটে ১২ হাজার ৯৬২ জন ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ১৬টি ফ্লাইটে ৬ হাজার ৭৫৮ জন সৌদি আরবে গেছেন।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শেষ হবে ৩১ মে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। এখন পর্যন্ত সর্বমোট ৮৬ হাজার ৩২৪টি ভিসা ইস্যু করা হয়েছে। এখনো ৭৭৬ জনের ভিসা বাকি আছে।

About Syed Enamul Huq

Leave a Reply