চলতি বছর হজ করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২২ হাজার ২০৩ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
আজ রবিবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হজ সম্পর্কিত হেল্প ডেস্কের তথ্য মতে, ৫৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২২টি, সৌদি এয়ারলাইনস ১৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৫টি ফ্লাইট পরিচালনা করেছে।
চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত দুজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। গত শুক্রবার কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭) নামে একজন মারা যান।