Wednesday , 30 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে আলটিমেটাম
--সংগৃহীত ছবি

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে আলটিমেটাম

অনলাইন ডেস্কঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধের আলটিমেটাম দিয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন ঢাবির একদল শিক্ষার্থী। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও এলাকা প্রদক্ষিণ করে শেষ হয় রাজু ভাস্কর্যের পাদদেশে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে কুয়েট শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানানো হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল—‘দফা এক, দাবি এক : কুয়েট ভিসির পদত্যাগ’, ‘শিক্ষা, সন্ত্রাস একসাথে চলে না’, ‘লড়াই করে বাঁচতে চাই’, ‘গদিতে আগুন জ্বালো একসাথে’ প্রভৃতি।

সমাবেশে বক্তৃতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ। তিনি বলেন, ‘কুয়েটের ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। কুয়েটের ওপর চাপিয়ে দেওয়া দলীয়করণ প্রক্রিয়া আসলে গোটা দেশের শিক্ষাঙ্গনের ওপর একটি সতর্কবার্তা।

তিনি আরো বলেন, ‘যারা কুয়েটের ভিসিকে ঘিরে ছাত্রদের ওপর হামলা চালিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কুয়েটের উপাচার্য মাসুদের কেবল পদত্যাগ নয়, তাকে অপসারণ করে বিচারকের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’

সমাবেশ থেকে মুসাদ্দিক আলটিমেটাম দিয়ে বলেন, ‘আজ (মঙ্গলবার) রাতের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তবে আমরা আগামীকাল থেকে শাহবাগ অবরোধসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।’

কুয়েটের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ফারহান আকিব বলেন, ‘যদি ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামে, তবে দখলদার প্রশাসন ও অনুপযুক্ত ভিসিদের আর ঠাঁই থাকবে না।

আমরা আজ ৫ মিনিটের প্রতীকী অবরোধ করেছি, দাবি না মানা হলে তার চেয়েও বড় কর্মসূচি হবে।’

About Syed Enamul Huq

Leave a Reply