Wednesday , 30 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘অপসারণ নয় পদত্যাগ’ জানা গেল আসিফ মাহমুদের এপিএসের চাকরি ছাড়ার কারণ
--উপদেষ্টা আসিফ মাহমুদ ও মো. মোয়াজ্জেম হোসেন। ছবি : সংগৃহীত

‘অপসারণ নয় পদত্যাগ’ জানা গেল আসিফ মাহমুদের এপিএসের চাকরি ছাড়ার কারণ

অনলাইন ডেস্কঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে অপসারণ করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এটি সত্যি নয় বলে দাবি করা হয়েছে।উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজেই দাবি করেন এপিএস মোয়াজ্জেমকে অপসারণ করা হয়নি। তিনি নিজের ফেসবুক পেজে এ তথ্য জানান।

পোস্টে বলা হয়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিবের পদ থেকে পদত্যাগ করেন মো. মোয়াজ্জেম হোসেন। পদত্যাগ পত্রটি গৃহীত হলে আদেশ কার্যকর করে জনপ্রশাসন মন্ত্রণালয়।অপসারণ করা হয়েছে বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয় তা সত্যি নয়। উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে যে কোনো অভিযোগ থাকলে তা অভিযোগ আহ্বানসংক্রান্ত ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
একই দাবি করেছেন মো. মোয়াজ্জেম হোসেন। তিনি জানান, স্থায়ী চাকরির চেষ্টা করছেন। এজন্য পদত্যাগ করেছেন।তিনি ফেসবুকে লিখেছেন, গত ১০ মার্চ ২০২৫ ব্যাংকের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করলে আমি উত্তীর্ণ হই।
এরপর বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নির্ধারিত হয় ৮ মে এবং ব্যাংকের ভাইভার তারিখ ২২ মে। তাই আমি গত মার্চের ২৫ তারিখে উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে পদত্যাগপত্রটি জমা দিই। উপদেষ্টা আসিফ মাহমুদ ৮ এপ্রিল পদত্যাগপত্র গ্রহণ করেন এবং যেহেতু নিয়োগ প্রদান ও বাতিল রাষ্ট্রপতি কর্তৃক হয়ে থাকে এজন্য গত ২২ এপ্রিল প্রজ্ঞাপন হয়েছে। এরপর গণমাধ্যমে পদত্যাগকে অপসারণ হিসেবে ভুলভাবে উত্থাপন করা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply