Wednesday , 30 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শ্রমিক-মালিক উভয়পক্ষের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন হচ্ছে : উপদেষ্টা
--ফাইল ছবি

শ্রমিক-মালিক উভয়পক্ষের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন হচ্ছে : উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ

অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, মহান মে দিবস উপলক্ষে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সকালে র‍্যালি, এরপর আলোচনাসভা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকবে দিনব্যাপী।

আজ বুধবার সচিবালয়ে মে দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন শ্রম উপদেষ্টা।

শ্রম আইন সম্পর্কে তিনি বলেন, শ্রমিক ও মালিক উভয়পক্ষের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে।

জুন মাসে সুইজারল্যান্ডে আইএলও’র সাথে বৈঠক শেষে এসংক্রান্ত আইন চূড়ান্ত করা হবে।অন্তর্বর্তী সরকার শ্রমিক বান্ধব সরকার বলে মন্তব্য করে উপদেষ্টা বলেন, শ্রম আইনের সংশোধনীতে এ বিষয়ের দৃশ্যমান অগ্রগতি থাকবে। সব কাজ শেষ করে এ বছরেই আইনটি চূড়ান্ত হতে পারে।

এবারের মে দিবসের শ্লোগানও রাখা হয়েছে ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।

About Syed Enamul Huq

Leave a Reply