পেহেলগামে হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ফের বেড়েছে। ভারতের আক্রমণের আশঙ্কায় পাকিস্তানশাসিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখাসংলগ্ন (লাইন অব কন্ট্রোল) ১৩টি নির্বাচনী এলাকায় খাদ্য ও জরুরি পণ্য মজুদের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। খবর এএফপির
সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পর্যটন এলাকা পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় নয়াদিল্লি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ হামলায় জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর দাবি, ঘটনার পর টানা আট রাত ধরে দুই দেশের সেনারা সীমান্তে গুলি বিনিময় করেছে।
আনোয়ার উল হক আরো জানান, ভারতের সম্ভাব্য সামরিক হামলা মোকাবেলার প্রস্তুতি হিসেবে এসব এলাকার সড়ক রক্ষণাবেক্ষণে সরকার ও বেসরকারি যন্ত্রপাতি নিয়ে সর্বাত্তক প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান।
পেহেলগামে হামলার জবাব দিতে গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সেনাবাহিনীকে ‘সম্পূর্ণ অভিযানের স্বাধীনতা’ দিয়েছেন।
খবর: এএফপি