পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজটি অনাকাঙ্ক্ষিতভাবে হ্যাকড হয়েছে। এ কারণে সেখানে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করা হচ্ছে। এ কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
শনিবার রাত সোয়া ৮টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড করা হয়।
এই মুহূর্তে ফেসবুক পেজটির যেকোনো পোস্ট বা বার্তা বিশ্বাস, শেয়ার কিংবা তাতে প্রতিক্রিয়া না জানানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রেস বিজ্ঞপ্তিসহ অন্যান্য নির্ভরযোগ্য মাধ্যমেই আপডেট ও যোগাযোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।