Saturday , 10 May 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সকাল থেকেই শাহবাগ ব্লকেড
--সংগৃহীত ছবি

সকাল থেকেই শাহবাগ ব্লকেড

অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শনিবার বিকেল থেকে শাহবাগ ব্লকেড ও গণজমায়েত কর্মসূচি থাকলেও সকাল থেকেই শাহবাগ ব্লকেড করে রেখেছে ছাত্র-জনতা।

শনিবার সকাল ১১টায় শাহবাগের চারপাশের রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। শাহবাগ মোড়ে শতাধিক ছাত্র-জনতা অবস্থান গ্রহণ করে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিকে বিকেল ৩টায় তিন দফা দাবিতে শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

পাশাপাশি একই সময়ে সারা দেশের জুলাই গণ-অভ্যুত্থানের স্পটসমূহেও গণজমায়েত কর্মসূচি ঘোষণা করা হয়৷
তিন দফা দাবিগুলো হলো— আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে; জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।

About Syed Enamul Huq

Leave a Reply