ভারতে ইউটিউবে বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করার বিষয়ে ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে সরকার। ব্যাখ্যা সন্তোষজনক না হলে পালটা পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
গতকাল শুক্রবার অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্লাটফরম ডিসমিসল্যাব জানায়, যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন, ও মোহনা টিভির সম্প্রচার ভারতে বন্ধ করে দিয়েছে ইউটিউব।
জিও-ব্লকিংয়ের কারণে ভারতে এসব চ্যানেল দেখতে চাইলে ব্যবহারকারীদের সামনে বার্তা আসে—‘জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা-সংক্রান্ত সরকারি আদেশের কারণে এই কনটেন্ট এই দেশে আপাতত অননুমোদিত।
জিও-ব্লকিং অর্থ হলো, নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় ব্যবহারকারীদের জন্য কনটেন্ট সীমাবদ্ধ করা। ফলে, চ্যানেলগুলো অন্যান্য দেশ থেকে দেখা গেলেও ভারতীয় ব্যবহারকারীরা সেগুলো দেখতে পাচ্ছেন না।