বর্তমানে ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বসা উচিত বলে জানিয়েছেন দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
শনিবার (১০ মে) ভারত-পাকিস্তান যুদ্ধের কারণ নিয়ে রাজধানীর এফডিসিতে একটি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এমন মন্তব্য করেন।
এই গণমাধ্যম ব্যক্তিত্ব বলেন, ‘ভারত-পাকিস্তান যুদ্ধ ইস্যুতে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের রাজনৈতিক অস্থিরতার মধ্যে কেউ যেন কোনো সুযোগ নিয়ে ফায়দা লুটতে না পারে এবং কারো কোনো বক্তব্য যেন কোনো পক্ষকে উসকে না দেয়।
ডিবেট ফর ডেমোক্রেসি নামের একটি বিতর্ক সংগঠনের আয়োজনে এই প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়েছেন।