Saturday , 10 May 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
এস-৪০০ বিমান প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংসের বিষয়ে যা বলল ভারত
--সংগৃহীত ছবি

এস-৪০০ বিমান প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংসের বিষয়ে যা বলল ভারত

অনলাইন ডেস্কঃ

রাশিয়ার কাছ থেকে কেনা ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। তবে পাকিস্তানের এই দাবি নাকচ করেছে ভারত। পাশাপাশি পাকিস্তানের হামলায় ভারতের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইসলামাবাদ যে দাবি করেছে, তা-ও অস্বীকার করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তান ক্রমাগত বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করেছে।

তারা বলছে আদমপুরে ভারতীয় এস-৪০০ এর ক্ষতি হয়েছে, সুরাট ও সিরসায় বিমানঘাঁটি ধ্বংস হয়েছে, নাগরোটায় ব্রহ্মোস স্পেস, ডেরাঙ্গিয়ারি ও চণ্ডীগড়ে আর্টিলারি অবস্থান এবং চণ্ডীগড়ের গোলাবারুদ ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করছে। তিনি বলেন, ভারত পাকিস্তানের এই মিথ্যা দাবিগুলোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।একই সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেন, আমি আগেও বেশ কয়েকবার বলেছি যে পাকিস্তানি কর্মকাণ্ড উসকানি তৈরি করেছে এবং উত্তেজনা বাড়াচ্ছে।

About Syed Enamul Huq

Leave a Reply