ভারত ও পাকিস্তানের সংঘর্ষের মধ্যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ফোনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধ ও উত্তেজনা কমানোর প্রচেষ্টা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আলোচনা করেছেন প্রিন্স ফয়সাল বিন ফারহান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে আলোচনার কথা জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, ‘গত রাতে ভারতের হামলার পর অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং পাকিস্তানের প্রতিশোধমূলক পদক্ষেপ সম্পর্কে ইসহাক দার তাকে অবহিত করেছেন।
‘সৌদি পররাষ্ট্রমন্ত্রী নিরীহ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং পাকিস্তানের সংযত ও ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন। দুই নেতা যোগাযোগ অব্যাহত রাখার বিষয়েও সম্মত হয়েছেন।’
অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে কথোপকথনের বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, তার দেশ ভারতকে ‘সমুচিত’ জবাব দিয়েছে।
অন্যদিকে ভারতের সেনাবাহিনী অভিযোগ করেছে, তাদের পশ্চিম সীমান্তে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলা বেসামরিক নাগরিকদের বিপদে ফেলেছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ভারত এই সংঘর্ষে আগ্রাসী ভূমিকায় ছিল এবং পাকিস্তানের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। অন্যদিকে তারার মিথ্যা বলেছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি দাবি করেছেন, পাকিস্তান তার সীমানার ভেতরে ‘সন্ত্রাসী অবকাঠামো’ বজায় রেখেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উভয় দেশের সঙ্গে কথা বলেছেন এবং ‘ভুল-বোঝাবুঝি এড়াতে’ ভারত ও পাকিস্তানকে সরাসরি যোগাযোগ পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছেন।
সূত্রঃ বিবিসি