Saturday , 10 May 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনা করলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
--ছবি : এএফপি

ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনা করলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

ভারত ও পাকিস্তানের সংঘর্ষের মধ্যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ফোনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধ ও উত্তেজনা কমানোর প্রচেষ্টা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আলোচনা করেছেন প্রিন্স ফয়সাল বিন ফারহান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে আলোচনার কথা জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, ‘গত রাতে ভারতের হামলার পর অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং পাকিস্তানের প্রতিশোধমূলক পদক্ষেপ সম্পর্কে ইসহাক দার তাকে অবহিত করেছেন।

‘সৌদি পররাষ্ট্রমন্ত্রী নিরীহ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং পাকিস্তানের সংযত ও ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন। দুই নেতা যোগাযোগ অব্যাহত রাখার বিষয়েও সম্মত হয়েছেন।’

তবে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে কারো মৃত্যুর বিষয়ে তাদের পররাষ্ট্রমন্ত্রীর কিছু বলার উল্লেখ নেই।

অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে কথোপকথনের বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

এর আগে রাতভর ড্রোন হামলা ও গোলা নিক্ষেপের মাধ্যমে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘর্ষ তীব্র হয়েছে। পাকিস্তান জানিয়েছে, ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালায়। এর জবাবে তারাও ভারতীয় একটি বিমানঘাঁটি ও অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, তার দেশ ভারতকে ‘সমুচিত’ জবাব দিয়েছে।

তিনি বলেন, ‘ভারত পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, কিন্তু এই আক্রমণাত্মক পদক্ষেপ সত্ত্বেও পাকিস্তান চরম সংযম দেখিয়েছে। ভারতকে আজ আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী বারবার ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে।’তিনি আরো বলেন, ‘আমাদের পাল্টা অভিযান বানিয়ান মারসুস সেসব ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে, যেখান থেকে পাকিস্তানের ওপর আক্রমণ শুরু হয়েছিল।’

অন্যদিকে ভারতের সেনাবাহিনী অভিযোগ করেছে, তাদের পশ্চিম সীমান্তে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলা বেসামরিক নাগরিকদের বিপদে ফেলেছে।

উভয় দেশই বলেছে, যদি অন্য পক্ষ প্রথমে পদক্ষেপ নেয় তাহলে তারা উত্তেজনা হ্রাস করার কথা বিবেচনা করতে প্রস্তুত আছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ভারত এই সংঘর্ষে আগ্রাসী ভূমিকায় ছিল এবং পাকিস্তানের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। অন্যদিকে তারার মিথ্যা বলেছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি দাবি করেছেন, পাকিস্তান তার সীমানার ভেতরে ‘সন্ত্রাসী অবকাঠামো’ বজায় রেখেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উভয় দেশের সঙ্গে কথা বলেছেন এবং ‘ভুল-বোঝাবুঝি এড়াতে’ ভারত ও পাকিস্তানকে সরাসরি যোগাযোগ পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছেন।

সূত্রঃ বিবিসি

About Syed Enamul Huq

Leave a Reply