পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার রাত ২ টার দিকে বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে। পরে পুলিশ অবিস্ফোরিত অবস্থায় আরো দুইটি ককটেল উদ্ধার করে। এ ঘটনা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, অষ্টমনীষা বাজারে অবস্থিত অষ্টমনীষা ইউনিয়ন বিএনপির কার্যালয়। রবিবার রাতে দলীয় কার্যক্রম শেষ করে নেতাকর্মীরা বাড়ি যায়। এরপর হঠাৎ করে রাত দুইটার দিকে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে বাজারের লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। অষ্টমনীষা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওয়াজ উদ্দিন বলেন, দুর্বৃত্তরা গভীর রাতে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাটি তাৎক্ষণিক পুলিশকে জানানো হলে পরিদর্শনে আসে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি জানান।