Monday , 12 May 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গেজেটের জন্য অপেক্ষা করছি , আ. লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে সিইসি
--সংগৃহীত ছবি

গেজেটের জন্য অপেক্ষা করছি , আ. লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে সিইসি

অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষণার পর দলটির নিবন্ধন বাতিল প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন বলেছেন, ‘প্রজ্ঞাপনটা আসতে দেন। আমরা গেজেটের জন্য অপেক্ষা করছি।’

সোমবার (১২ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এ এম নাসির উদ্দিন বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেটটি এখনো পাইনি।

গেজেটটা আসেনি, তাই সিদ্ধান্ত নিতে পারিনি। অফিশিয়াল গেজেট না পেলে তো কিছু বলা যায় না।প্রজ্ঞাপন হলে নিবন্ধন বাতিল সম্ভব কি না—এমন প্রশ্নে সিইসি বলেন, ‘সেটা হলে বলতে পারব। অবশ্যই ইলেকশন কমিশন এই দেশের জন্য কাজ করে।

এ বিষয়ে আমরাও ইক্যুয়ালি কনসার্ন। যখন আকাশে সূর্য উঠে যাবে, পরিষ্কার দেখতে পারবেন।’কার্টার সেন্টারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘গত তিন নির্বাচনে কার্টার গ্রুপ পর্যবেক্ষক হিসেবে আসেনি। এবার আসতে আগ্রহী।

তিনি আরো বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কার্টার সেন্টার কথা বলেছে। তারা জানালেন, সবাই এই নির্বাচন কমিশনের প্রতি নিজেদের আস্থার কথা জানিয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply