গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর আজ গাজীপুর চৌরাস্তায় টাঙ্গাইল মহাসড়ক এ শাপলা ম্যানসনের সামনে শাপলা ম্যানসনের ব্যাবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখর জন্য মানববন্ধন করেন। বুধবার (৭এপ্রিল) সকাল ১১টার সময় গাজীপুর মহানগরের চান্দনা, চৌরাস্তার সকল ব্যাবসায়ী মালিক সমিতির ব্যাবসায়ীরা এই মানববন্ধন করেন। মানববন্ধনে প্রায় ৩ শত দোকান মালিক কর্মচারীগন উপস্থিত ছিলেন। ব্যাবসায়ীরা বলেন করোনায় কল কারখানা খোলা মহানগরীরতে গণপরিবহন চলাচল করলেও ... Read More »
