নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দত্তবাড়ির মোড়ের ষাটোর্ধ উত্তম কর্মকার। বয়সের ভারে ন্যুজ হয়ে পড়ন্ত বিকালে চোখে মুখে ক্লান্তি নিয়ে এক হাতে হাফরের চেইন টানছেন অন্য হাতে হাতুড়ি দিয়ে কাঁচা লোহা পিটিয়ে তৈরি করছেন দা, ছুরি, চাপাতি, বটি, ধামা সহ বিভিন্ন যন্ত্রপাতি। কাজের ফাঁকে আলাপ হয় প্রতিবেদকের সাথে। অত্যন্ত গোমরা মুখ করে জানান, পৈত্রিক সূত্রে পাওয়া এ পেশায় বিগত ৪০ বছর ধরে ... Read More »
