অনলাইন ডেস্ক: সে একসময় ছিল ঘোর তমসার। রাজনীতি নিতান্তই ঘরোয়া তখন। এবং রুদ্ধ ছিল বাকস্বাধীনতা। স্বপ্ন দেখাও যেন ছিল অপরাধ! লালচে আবির নয়, রক্ত মেখে রোজ সূর্য উঠত যেন সেই দুঃসময়ে। আমরা কি শুনেছি তখন পাখির কাকলি? তখন কি ফোটা ফুল গন্ধহীন ছিল? রক্তজবা ফুটেছিল কার রক্ত মেখে? দেখেছি কি কষ্টগুলো ফেনা হয়ে রোজ মিশে গেছে, ভেসে গেছে অথৈ সাগরে? ... Read More »
