বরগুনা প্রতিনিধি: বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা। খোলা রাস্তায় অরক্ষিত স্থানে রাখা হচ্ছে শহরের ময়লা-আবর্জনা (বর্জ্য)। পৌরসভার ময়লা-আবর্জনা সংগ্রহ করে শহরের সরকারি খাদ্যগুদাম মাদ্রাসা সড়কে অরক্ষিত স্থানে ফেলে রাখে ময়লা সংগ্রহকারীরা। ওই সব ময়লা-অবর্জনা পশু-পাখিতে খায় , মশা -মাছি পড়ে। ময়লা আবর্জনা খোলা স্থানে রাখায় রাস্তা নোংরা হচ্ছে। পরিবেশ দূষিত হয়ে বাতাসে র্দূগন্ধ ছড়াচ্ছে। এ সড়কে পাশে ঐতিজ্যবাহি বরগুনা ... Read More »
