Thursday , 12 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপের প্রচার শেষ, কাল ভোট

উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপের প্রচার শেষ, কাল ভোট

Online Desk:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটের প্রচার-প্রচারণা গতকাল রবিবার শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার ১৫৬টি উপজেলার ভোটে প্রতিনিধি বাছাইয়ে মত দেবেন তিন কোটি ৫২ লাখের বেশি ভোটার।

এদিন সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট উপলক্ষে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গতকাল  বলেছেন, ছয় শর কাছাকাছি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে। তদন্তের পরিপ্রেক্ষিতে এসব ঘটনায় জরিমানা ও কারাদণ্ডও দেওয়া হয়েছে।

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর উপজেলা নির্বাচন বর্জনের পর ভোটের লড়াই চলছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের মধ্যেই। ফলে ভোটের প্রচারণায় নেমে ১০টির বেশি উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিভিন্ন উপজেলায় প্রার্থীর পক্ষে প্রচারণায় নামায় চারজন সংসদ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে।

আগামীকাল ১০টি অঞ্চলের অধীনে মোট ১৩ হাজার ১৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের ভোট।

অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, সুষ্ঠু ভোট আয়োজনে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আচরণবিধি প্রতিপালনের লক্ষ্যে এরই মধ্যে ১৫৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২২ জন

এদিকে প্রথম ধাপের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২২ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে আটজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন সাতজন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় দুটি উপজেলায় (চট্টগ্রামের রাউজান এবং কুমিল্লার আদর্শনগর) তিন পদে মনোনয়ন দাখিলকারী সব প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

সালথার ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা বহাল

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা বহাল রেখেছেন আপিল বিভাগ। গতকাল রবিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আট বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে ওয়াদুদ মাতুব্বরের পক্ষে শুনানি করেন আইনজীবী নুরুল ইসলাম সুজন, শ ম রেজাউল করিম ও শাহ মঞ্জুরুল হক। অন্য প্রার্থী ওয়াহিদুজ্জামানের পক্ষে ছিলেন আইনজীবী প্রবীর নিয়োগী ও সাঈদ আহমেদ রাজা। ওয়াদুদ মাতুব্বর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি এবার নির্বাচনেও চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। যাচাই-বাছাইয়ের পর গত ২৩ এপ্রিল তাঁর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার।

About Syed Enamul Huq

Leave a Reply