Sunday , 16 June 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কলারোয়ায় অগ্নিকান্ডে দুটি দোকান পুড়ে ছাই

কলারোয়ায় অগ্নিকান্ডে দুটি দোকান পুড়ে ছাই

সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়ায় দুটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২
লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আজ রবিবার(২ অক্টোবর) বেলা
সাড়ে ৯টার দিকে কলারোয়া জেলা পরিষদের বিপরীতে এ ঘটনা ঘটে। তবে কোন
হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে কলারোয়া জেলা পরিষদের
বিপরীতে অবস্থিত আল আমিন সু স্টোর ও মিনারুল কসমেটিক্স নামের দুটি
দোকানের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। এসময় ফায়ার সার্ভিস স্টেশনে খবর
দিলে বেলা ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
কলারোয়ার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ অপু মিয়া বিষয়টি নিশ্চিত করে
জানান, আগুন ধরে যাওয়ার খবর পেয়ে তারা দ্রুত সেখানে উপস্থিত হয়ে আগুন
নিয়ন্ত্রনে আনেন। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের
সূত্রপাত হয়েছে। প্রায় ৬ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে এবং
আনুমানিক ২ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।
আল আমিন সু স্টোরের মালিক রবিউল ইসলাম এবং মিনারুল কসমেটিক্সের মালিক
মিনারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে দোকান খোলার সময় সেখানে আগুন
দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে
আনেন। ক্ষয়ক্ষতি প্রায় ২ লাখ টাকার মতো। তবে বেশীরভাগ মালামাল পুড়ে যাবার
আগেই উদ্ধার করা সম্ভব হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply