Wednesday , 15 January 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জাপান সফরে গেলেন স্পিকার
--ফাইল ছবি

জাপান সফরে গেলেন স্পিকার

অনলাইন ডেস্ক:

হাউব অব রিপ্রেজেনটেটিভস অব জাপানের স্পিকারের আমন্ত্রণে জাপান গেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। তিনি সফরকালে হাউস অব রিপ্রেজেনটেটিভস অব জাপানের স্পিকার, হাউস অব কাউন্সিলরস অব জাপানের প্রেসিডেন্ট এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন, জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে স্পিকারের নেতৃত্বাধীন জাতীয় সংসদের প্রতিনিধিদল জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। এই প্রতিনিধিদলে আছেন সংসদ সদস্য আ ফ ম রুহুল হক, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, খাদিজাতুল আনোয়ার ও কানিজ ফাতেমা আহমেদ।

জাপান সফর শেষে স্পিকারের ২৯ মে দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply