Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কক্সবাজারে ছিনতাইকারীদের হাতে ২ পর্যটক ছুরিকাহত
--প্রেরিত ছবি

কক্সবাজারে ছিনতাইকারীদের হাতে ২ পর্যটক ছুরিকাহত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের সমুদ্র সৈকতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পর্যটক আহত হয়েছেন। গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে সৈকতের সীগাল পয়েন্টে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে,কুমিল্লার তিতাস থানার গোপালপুরের সামসুল হকের পুত্র মেহেদী হাসান (২৭) ও মোশারফের পুত্র মো. শাকিল (২৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই। আহত পর্যটক শাকিল জানান, ভোরে চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছেন তারা৷ গাড়ি থেকে নেমে সীগাল পয়েন্ট থেকে সৈকতে নামেন৷ এ সময় সঙ্ঘবদ্ধ সশস্ত্র ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীরা টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার পর ধারালো ছুরি দিয়ে মেহেদী হাসানকে আঘাত করে। এ সময় বাঁধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা শাকিলকেও ছুরিকাঘাত করে। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় ট্যুরিস্ট পুলিশ। হাসপাতালে আহতদেরকে চিকিৎসা সেবা দিতে চিকিৎসকদের অবহেলার অভিযোগ করেন তিনি।এ বিষয়ে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান জানান, সকালে আহত অবস্থায় দুই পর্যটককে হাসপাতালে আনা হয়। কিন্তু তারা কুমিল্লায় বাড়ি ফিরে চিকিৎসা নিবেন জানিয়ে দুপুর ২টার দিকে স্বেচ্ছায় চলে গেছেন।কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পর্যটক যুবকের একজনের বাহুতে আরেকজনের বগলের নিচে আঘাত লেগেছে। তাদের উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। সংশ্লিষ্ট ছিনতাইকারীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে । এরই মাঝে আহতরা বাড়ির উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগ করেছে বলে শুনেছি ।এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান জানান, বিষয়টি জানার পর হাসপাতালে ফোন দিয়ে আহত পর্যটকদের চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়। কেউ আমাদের লিখিত অভিযোগ দেয়নি।

About Syed Enamul Huq

Leave a Reply