Wednesday , 24 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৭, শনাক্ত ১৯৯৮ জন
--প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৭, শনাক্ত ১৯৯৮ জন

অনলাইন ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে সাতজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের পাঁচজন ঢাকা বিভাগের। এ ছাড়া রাজশাহী ও ময়মনসিংহে একজন করে মারা গেছে। মৃতদের সবাই পুরুষ।

এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ১৮১ জনে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে গতকাল সোমবার ১২ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এটি ছিল গত চার মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ মৃত্যু।

মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ৯৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জনে।

গতকাল দুই হাজার ২৮৫ জনের করোনা শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৪৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন।

২৪ ঘণ্টায় ১১ হাজার ৮৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ৯৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি, স্বাস্থ্য অধিদপ্তর।

About Syed Enamul Huq

Leave a Reply