Saturday , 20 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়ন ও সন্তূ লারমার ফাঁসির দাবীতে রাজস্থলী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়ন ও সন্তূ লারমার ফাঁসির দাবীতে রাজস্থলী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাঙ্গামাটি সংবাদদাতা:
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় মারমা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই বুধবার সকাল ১০ ঘঠিকার সময় উপজেলা হ্নারামুখ পাড়া থেকে এক বিক্ষোভ মিছিল উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদিক্ষণ করে উপজেলা চত্বরে এসে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন বক্তারা বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করেছেন পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মানুষের শান্তির জন্য। কিন্তূ  সন্তূ লারমার নেতৃধীন জে,এস,এসের সন্ত্রাসীদের অত্যাচারিতে পাহাড়ের মানুষ অতিষ্ঠ হয়ে পরেছে। তাই গুম,হত্যা, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী সন্ত্রাসী সন্তূ লারমার ফাঁসি দাবি করেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট ৩ পার্বত্য জেলার পরিত্যক্ত সেনাবাহিনী ক্যাম্প গুলোতে পূনরায় সেনাবাহিনী মোতায়েন জোরদার দাবী জানান এবং  রাজভিলা ইউনিয়নের মশাবুনিয়া পাড়ার নিরীহ কৃষক গৃহীত সামাপ্রু মারমাকে মারধর  ও মৃত্যুর হুমকি দেওয়াকারীদের গ্রেপ্তার দাবি  করেন ।এসময় বক্তব্য রাখেন মারমা সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, সাধারণ সম্পাদক চাইলু মারমা,মংক্যানু মারমা, রনি মারমা,হেডম্যান উথিনসিন মারমা,হেডম্যান ক্যসুইথুই মারমা প্রমুখ। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে স্থানীয় হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধিগণ সহ  প্রায় ৬ হতে ৭ হাজারের অধিক মারমা সম্প্রদায়ের লোকজন অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তারা নিকট মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্বারকলিপি প্রদান করেন।
ছবি ও ক্যাপশনঃ রাজস্থলীতে মারমা সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের এক অংশ।

About Syed Enamul Huq

Leave a Reply