Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শেখ হাসিনাকে ডেনমার্কের প্রধানমন্ত্রীর ফোন

শেখ হাসিনাকে ডেনমার্কের প্রধানমন্ত্রীর ফোন

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ ও ডেনমার্ক পারস্পরিক সুবিধার জন্য জলবায়ু পরিবর্তন এবং অবকাঠামোগত উন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিকেলে টেলিফোনে কথা বলেন। ফোনালাপ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।

বাসস জানায়, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশ-ডেনমার্ক কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন ডেনমার্কের প্রধানমন্ত্রী।

বাংলাদেশের দুটি তাৎপর্যপূর্ণ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে উভয় প্রধানমন্ত্রী একজন আরেকজনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উভয় প্রধানমন্ত্রী ব্যবসা-বাণিজ্যের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

ডেনমার্কের ইতিহাসে দ্বিতীয় নারী এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় মেট ফ্রেডেরিকসেনকে আবারও শুভেচ্ছা জানান শেখ হাসিনা।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply