সৈয়দ মুহিবুর রহমান মিছলু সিলেট ব্যুরো চীফ: সংবাদপত্র বিক্রয়কর্মীদের (হকার) পাশে দাঁড়িয়েছেন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মননোয়ন প্রত্যাশী স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য আওয়ামী লীগের ম্যানচেস্টার শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, দানবীর স্যার এনাম উল ইসলাম। রোববার (২ মে) দুপুরে সিলেটের দুই শতাধিক সংবাদপত্র বিক্রয়কর্মীকে চাল, ডাল, পেয়াজ, আলু, তেল, ছোলাসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।স্যার ... Read More »
