স্টাফ রিপোর্টারঃ আজ দেশের স্বনামধন্য পত্রিকা দৈনিক সকালবেলা’র শুভ জন্মদিন। ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৬ বছরে পদার্পণ করেছে। প্রতি বছর এই শুভ লগ্নে ছোট বড় আয়োজনে সম্পাদক ও প্রকাশক সৈয়দ এনামুল হক উপস্থিত থাকতেন। আজ তিনি সকালবেলা’র মাঝে নেই, হারিয়ে গেছেন চিরতরে পরপারে। তাঁেক আজ বিনম্র শ্রদ্বাভরে স্মরণ করছি। তাঁর প্রতি গভীর শ্রদ্বাঞ্জলী। সেই সাথে সকল পাঠক ও বিজ্ঞাপনদাতা ও শুভাধ্যায়ীদের জানাই ... Read More »
