Monday , 22 July 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

কুষ্টিয়া চিনিকল চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ

 কুষ্টিয়া প্রতিনিধি :

 বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও চিনি কল চালুর দাবীত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কুষ্টিয়া সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন, আখ চাষী কল্যাণ সমিতি ও রেনউইক যজ্ঞেশ্বর শ্রমিক কর্মচারী ইউনিয়ন মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় কুষ্টিয়া সুগার মিল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় ।মিছিলটি বাইপাস সড়ক ও বটতৈল মোড় প্রদক্ষিন করে মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতৃবৃন্দরা।এসময় বক্তারা বক্তব্যে বলেন, বন্ধ করে দেওয়া কুষ্টিয়া সুগার মিলসহ রাষ্ট্রয়ত্ত ছয়টি চিনিকল বন্ধের প্রতিবাদ জানিয়ে শ্রমিক কর্মচারীদের বেতন বকেয়া পরিশোধের দাবি জানান তারা। ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কুষ্টিয়া সুগার মিল, রেনউইক যজ্ঞেশ্বর শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও আখ চাষী কল্যাণ সমিতি। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয় তাদের দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচিতে যাবেন ভুক্তভোগীরা।

About Syed Enamul Huq

Leave a Reply