Friday , 19 July 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত

আকরামুজ্জামান আরিফ,  কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ২০২০ সালের ডিসেম্বর মাসের মাসিক ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পিপিএম(বার)।এসময় তিনি জেলার প্রতিটি বিট অফিসারকে নিজ নিজ বিটে যথাযথভাবে হাজির থেকে বিট পুলিশিং কার্যক্রম আরো গতিশীল করার জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়াও প্রত্যেক পুলিশ সদস্যদের ড্রেস রুল মেনে চলার প্রতি নির্দেশনা প্রদানসহ সমাজের সকল স্তরের মানুষের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দেওয়া এবং পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করার জন্য সকল পুলিশ সদস্যদেকে নির্দেশ প্রদান করেন।এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ফরহাদ হোসেন খাঁন,অতিরিক্ত পুলিশ সুপার, (কুষ্টিয়া সদর সার্কেল)মোঃ আতিকুল ইসলাম,  সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ আজমল হোসেনসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply