Thursday , 18 July 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
খালেদা জিয়ার চিকিৎসা : বিদেশি ডাক্তারদেরও পরামর্শ নেওয়া হচ্ছে
--ফাইল ছবি

খালেদা জিয়ার চিকিৎসা : বিদেশি ডাক্তারদেরও পরামর্শ নেওয়া হচ্ছে

অনলাইন ডেস্কঃ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় দেশের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদেরও পরামর্শ নেওয়া হচ্ছে। বিশেষ করে তাঁর বড় ছেলে তারেক রহমানের চিকিৎসক স্ত্রী ডা. জোবায়দা রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার খোঁজখবর রাখছেন লন্ডন থেকে।

গত শুক্রবার (২১ জুন) দিবাগত রাত থেকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসা চলছে সাবেক এই প্রধানমন্ত্রীর।

শনিবার দলীয় চেয়ারপারসনকে দেখে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক এ কিউ এম মহসিনসহ মেডিক্যাল বোর্ডের সদস্যরা কয়েক দফা বৈঠক করে সাবেক প্রধানমন্ত্রীর সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছেন।

মেডিক্যাল বোর্ডের এসব সভায় লন্ডন থেকে ডা. জোবায়েদা রহমানসহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত থাকেন জানিয়ে অধ্যাপক জাহিদ বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা ম্যাডামের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে তাৎক্ষণিক যা করণীয় সেই ব্যবস্থা নিচ্ছেন।

সর্বশেষ গত ২ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে আসেন খালেদা জিয়া।

About Syed Enamul Huq

Leave a Reply