Thursday , 18 July 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জেলা গোয়েন্দা শাখার অভিযানে অস্ত্র,মাদক, ককটেলসহ গ্রেফতার ০২
--প্রেরিত ছবি

জেলা গোয়েন্দা শাখার অভিযানে অস্ত্র,মাদক, ককটেলসহ গ্রেফতার ০২

ময়মনসিংহ প্রতিনিধিঃ
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ এর আজ  ১১/০৬/২৪ খ্রিষ্টাব্দ ০০.১০ ঘটিকায় অফিসার-ইনচার্জ, জনাব মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তে কর্মরত এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল, এসআই(নিঃ)মোঃ রেজাউল আমীন বর্ষন,এএসআই(নিঃ) মোঃ মিলন হোসেন, এএসআই(নিঃ) শাহীন মিয়া ও সংগীয় ফোর্সসহ একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন পুরোহিতপাড়া সাকিনস্থ বাসা নং-৯১/সি/০১ এর বাসার ভাড়াটিয়া মোঃসেলিম মিয়া (৬৫) পিতা-মৃতঃ নবাব আলী এর বসত ঘরের ভিতর হইতে অবৈধভাবে হেফাজতে রাখা ০১টি পিস্তল,০৩টি রিভলবার, ০৩টি দেশীয় ধারালো অস্ত্র, ৪৭টি ককটেল, নেশাজাতীয় ইনজেকশন ২৭৯ টি এবং ০৫ বোতল ফেন্সিডিলসহ আসামি ১। মোঃ সেলিম মিয়া (৬৫), পিতা-মৃত নবাব আলী, মাতা-মৃত হালিমা খাতুন, সাং-সেহড়া পুরোহিতপাড়া, ২। মোঃ জামিল (২৪), পিতা-আব্দুল জলিল, মাতা-ফরিদা, সাং-পুরোহিতপাড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয় অবৈধ আগ্নেয়াস্ত্র, ককটেল ও মাদক কারবারী চক্রের সদস্য মর্মে প্রাথমিকভাবে জানা যায়। ক্রিমিনাল প্রোফাইল পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামী জামিলের নামে রুজুকৃত  মাদক সংক্রান্ত চারটি মামলা পাওয়া গিয়াছে। ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
এসময় ০১টি পিস্তল, ০৩টি রিভলবার,৪৭ টি ককটেল, ০৩টি দেশীয় ধারালো অস্ত্র, ২৭৯টি নেশাজাতীয় ইনজেকশন  ও  ০৫ বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায়  গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক ০২টি মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply