Monday , 15 July 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

দেশের ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

অনলাইন ডেস্ক:

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে পারে এবং অন্যান্য স্থানে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৭ এপ্রিল) রাতে আবহাওয়ার এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাস আরো জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং তা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া বলা হয়েছে, দেশের যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রা আরো কমতে পারে।

আগামী তিন দিনের আবহাওয়া পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে আবহাওয়া মোটামুটি এ রকমই থাকবে।

About Syed Enamul Huq

Leave a Reply