Sunday , 3 December 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

প্রতিবন্ধীদের মাঝে ৩৬ টি ভেড়া বিতরণ

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় স্থানীয় আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় প্রাণী সম্পদের মাধ্যমে দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় জন প্রতি ২টি করে ১৮ জন প্রতিবন্ধীদের মাঝে ৩৬টি ভেড়া বিতরণ করা হয়েছে।

নওগাঁ আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক প্রদ্যুৎ ফৌজদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক গাউসুল আজম, শহর সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, সংস্থাটির সাবেক সাধারণ সম্পাদক আজমল হোসেন বাদশা ও সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান।

প্রতিবন্ধীদের মাঝে ভেড়া বিতরণের সময় সংস্থার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply