Sunday , 19 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বিমানের প্রথম হজ ফ্লাইট ৯ মে
--ফাইল ছবি

বিমানের প্রথম হজ ফ্লাইট ৯ মে

অনলাইন ডেস্কঃ

হাজিদের পরিবহনব্যবস্থা সফলভাবে বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। হজের প্রথম ফ্লাইট ৯ মে। এ উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে জেদ্দা ও মদিনায় ডেডিকেটেড ফ্লাইট পরিচালিত হবে। জেদ্দা ও মদিনায় পর্যাপ্ত জনবল নিয়োজিত করা হয়েছে।

ঢাকা হজ অফিসে বিমানের সেলস কাউন্টারে ব্যালটি হাজিদের টিকিট ইস্যু এবং নন-ব্যালটি হাজিদের টিকিটসংক্রান্ত সমস্যা সমাধানের সুবিধা রাখা হয়েছে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৫২৭ জন হজযাত্রী পরিবহন করা হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫০ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।

এ ছাড়া হজ শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট ১২৫টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে জেদ্দা থেকে ঢাকায় ৭৩টি, জেদ্দা থেকে চট্টগ্রামে ১৫টি এবং জেদ্দা থেকে সিলেটে দুটি।

About Syed Enamul Huq

Leave a Reply