Monday , 15 July 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভয়ংকর ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূল

ভয়ংকর ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূল

অনলাইন ডেস্ক:

ভয়ংকর ঝড় আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় উপকূলে। এ ঘটনায় অন্তত দুইজনের প্রাণহানি এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো এলাকা। খবর আলজাজিরার।

জানা গেছে, উপসাগরীয় উপকূল সংলগ্ন ফ্লোরিডা, মিসিসিপি, আলাবামা ও লুইজিয়ানার লাখ লাখ লোক ঝড়ের তাণ্ডবের শিকার হয়েছে। সেইন্ট ল্যান্ড্রি পারিশ এলাকায় ভয়ংকর ঝড়ের আঘাতে এক ব্যক্তি মারা গেছে এবং অন্তত সাতজন আহত হয়েছে।  এদিকে, ঝড়ের কবলে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ পুরো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ভয়ংকর এই ঝড়ের আঘাতে গাছপালা ও বাড়িঘর ভেঙে তছনছ করে দিয়েছে উপসাগরীয় উপকূল সংলগ্ন ফ্লোরিডা, মিসিসিপি, আলাবামা ও লুইজিয়ানা।

About Syed Enamul Huq

Leave a Reply