Wednesday , 11 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
যশোর অভয়নগরে সন্ত্রাসীদের ককটেলের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু
--প্রেরিত ছবি

যশোর অভয়নগরে সন্ত্রাসীদের ককটেলের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু

যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে ৭ নং শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামে জিয়াউর রহমান (৪০) নামে এক ব‍্যক্তিকে ককটেল নিক্ষেপে হত‍্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা । গতকাল শুক্রবার আনুমানিক  রাত ১০.০০  টার  সময় উপজেলার রানাগাতি উত্তরপাড়া বটতলা বড় মসজিদের সামনে জাবের বিশ্বাসের চায়ের দোকানে সে  চা পানের উদ্দেশ্যে এসেছিল। এ সময় সন্ত্রাসীরা তার উপর ককটেল নিক্ষেপ করলে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জিয়াউর রানাগাতী গ্রামের মৃত ওহাব ফকিরের পুত্র। চায়ের দোকানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে দোকানীসহ উপস্থিত ব‍্যক্তিরা পালিয়ে গেলে সন্ত্রাসীরা সহজেই স্থান ত‍্যাগ করে।
সংবাদ পেয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, জিয়াউর চায়ের দোকানে আসলে সন্ত্রাসীদের ককটেলের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । তিনি আরও জানান, পুলিশ ইতিমধ্যে এলাকায় অভিযান শুরু করেছে, হত্যাকারীদের দ্রুত আটক করে হত্যার প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনের আওতায় আনা হবে।

About Syed Enamul Huq

Leave a Reply