Friday , 19 July 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রাজশাহীতে জুয়া খেলায় পুলিশ সদস্য বরখাস্ত

রাজশাহীতে জুয়া খেলায় পুলিশ সদস্য বরখাস্ত

রাজশাহী সংবাদদাতা: রাজশাহীতে জুয়া খেলতে গিয়ে ৯ পুলিশ সদস্যকে আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ।  বুধবার গভীর রাতে পুলিশ লাইনের ৯ জন পুলিশ সদস্য রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সামনে অবস্থিত একটি আবাসিক হোটেলে জুয়া খেলছেন খবর পেয়ে তাদের আটক করা হয়।

পরে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ  লাইনে নিয়ে যাওয়া হয়। পরে এ ঘটনায় জরিতদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশ লাইনের যারা জুয়া খেলায় অংশ নিয়েছিলেন তাঁরা হলেন, হাবিলদার বারেক, হাবিলদার মিজান, কনস্টেবল আফজাল, সালাম, ফরহাদ, শাহেদ, খগেন, রফিক ও করিম।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র রুহুল কুদ্দুস বলেন, ওই চার পুলিশ সদস্য গভীর রাতে বসে পিকনিক করছিলেন এবং জুয়া খেলছিল এ কারণে তাদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অপরদিকে, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বোয়ালিয়া থানার এএসআই বকুল হোসেন এবং কাশিয়াডাঙ্গা পুলিশ বক্সের টিএসআই মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শৃঙ্খলা ভঙ্গের এসব বিষয় জানাজানি হওয়ার পর আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশেই পুলিশ লাইনের দুইজন হাবিলদার একজন নায়েক এবং তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

About Syed Enamul Huq

Leave a Reply