Wednesday , 17 July 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শপথ নেওয়ার পরই ট্রাম্পের নীতি উল্টে দিচ্ছেন বাইডেন

শপথ নেওয়ার পরই ট্রাম্পের নীতি উল্টে দিচ্ছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গতকাল ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেছেন জো বাইডেন। শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূলনীতিগুলো উল্টে দেওয়া শুরু করেছেন।

জো বাইডেন বলেছেন, যখন সঙ্কট মোকাবিলার বিষয় আসে, তখন নষ্ট করার মতো সময় থাকে না। শপথ গ্রহণের পর এক টুইট বার্তায় এ কথা লিখেছেন জো বাইডেন।

এরই মধ্যে ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন নতুন এই মার্কিন প্রেসিডেন্ট। বিশেষ করে করোনাভাইরাস সঙ্কট মোকাবিলার বিষয়ে জোর দেওয়ার তাগাদা দিয়েছেন তিনি।

এছাড়া ট্রাম্প প্রশাসনের নেওয়া পরিবেশ ও অভিবাসন নীতি বিষয়ক সিদ্ধান্তকেও বৃদ্ধাঙুল দেখিয়েছেন বাইডেন। এর আগে স্থানীয় সময় বুধবার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে  শপথ নিয়ে ওভাল অফিসে কাজ শুরু করেছেন তিনি।

সূত্র: বিবিসি

About Syed Enamul Huq

Leave a Reply