Thursday , 18 July 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে  শিশু চুরি

সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে শিশু চুরি

ইমরান হোসাইন, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে ২৩ দিনের শিশু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার  দুপুরে হাসপাতালটিতে এ ঘটনা ঘটে।
শিশুর মা শারমিন জানান, ঠান্ডাজনিত কারণে ৬দিন আগে হাসপাতালে ভর্তি হই। আজকে কাপড় ধোওয়ার জন্য বাইরে যাই। পরে এসে দেখি আমার ছেলে মাহিম নেই। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায় নি।
শিশুটি জেলার উল্লাপাড়া উপজেলার ভাদালিয়া গ্রামের চয়নের ছেলে। এ ঘটনায় শিশু ওয়ার্ডে চোর আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি শুনে পুলিশকে অবগত করেছি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা আক্তার জানান, চুরি হওয়া শিশুটি উদ্ধারের জন্য জোর চেষ্টা চলছে।

About Syed Enamul Huq

Leave a Reply