Thursday , 28 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সিলেটের দক্ষিণ সুরমায় লন্ডন এক্সপ্রেস ও এনা পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ ও আহত ৩

সিলেটের দক্ষিণ সুরমায় লন্ডন এক্সপ্রেস ও এনা পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ ও আহত ৩

সিলেট ব্যুরো চীফ: সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুর নামক স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ০৭:০০ ঘটিকার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর পেট্রোল পাম্পের সামনের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব ১৫-৩১৭৬) ও সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এনা পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এপযর্ন্ত মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন সিলেট ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মো.জয়নাল।
দুর্ঘটনায় নিহতরা হলেন- সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক আলমাহমুদ সাদা ইমরান খান (৩৩), এনা পরিবহন বাসের চালক ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের ধরখা গ্রামের মঞ্জুর আলী (৩৮), এনার সুপারভাইজার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিঠাভরা গ্রামের সালমান খান (২৫), হেল্পার ধরখা গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৪), বি বাড়িয়ার সরাইল থানার রাজানীয়াকান্দি পশ্চিম পাড়ার নুরুল আমিন (৫০), ঢাকার ওয়ারী এলাকার নাদিম আহমদ সাগর (২৯), সিলেট নগরীর আখালিয়া এলাকার শাহ কামাল (২৭) ও ছাতক বাংলাবাজার এলাকার রহিমা খাতুন (২৫)।
এ ঘটনায় আরও ৩০ জন আহত হন। এর মধ্যে ১৫ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় ওসমানী হাসপাতাল।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায় হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীনরা হচ্ছেন রেজাউল করিম (৫০), শামীম আহমদ (২৩), জসিম উদ্দিন (৩০), আলাউদ্দিন (৬০), সায়ান (১৬), সালাম (৪০), ডা. অন্তরা (৩০), চান বিবি (৬০), শারমিন (৩০), সিমা পারভীন (৩০), সাধারণ (৩৫), মাহি (৭), সুবর্ণা (৩০) ও সেলিনা পারভীন (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, লন্ডন এক্সপ্রেস দ্রুতগতিতে ভুল সাইটে চলে আসার কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। সিলেটগামী লন্ডন এক্সপ্রেস গাড়িটি ব্রীজ পার হয়েই বিপরীত দিক থেকে আসা এনা পরিবহন বাসের উপর উঠে যায়। এসময় প্রচন্ড গতিতে এনা বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
লন্ডন এক্সপ্রেসের বেঁচে যাওয়া এক যাত্রী জানান, ঢাকা থেকে আসার পথে গাড়ির চালক বার বার অন্য গাড়িকে ওভারটেক করে আসছিলেন। কয়েকবার যাত্রীরা সতর্ক করার পরও চালক কারো কথা শুনেনি। যে কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচালক কুবাদ আলী সরকার বলেন, লন্ডন এক্সপ্রেস গাড়িটি রাস্তার ভুল দিকে এসে এনা বাস কে ধাক্কা দেয়। প্রাথমিকভাবে লন্ডন এক্সপ্রেসের ভুল বলে মনে হচ্ছে। তবে দুর্ঘটনার আসল কারণ পরবর্তীতে তদন্তে জানা যাবে।
এ প্রসঙ্গে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে কুয়াশা তেমন একটা ছিল না। গাড়ির অবস্থান দেখে মনে হচ্ছে লন্ডন এক্সপ্রেস দ্রুত গতিতে ওভারটেক করে এনা গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায়। অথবা লন্ডন এক্সপ্রেসের চালক ঘুমিয়েও থাকতে পারেন। বিষয়টি পরে তদন্তে বিস্তারিত জানা যাবে।
এদিকে, দুর্ঘটনার পরপরই সিলেট-ঢাকা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। রশিদপুরের দুদিকে প্রায় চার কিলোমিটার জুড়ে সব ধরনের যানবাহন আটকা পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শেষে সকাল সাড়ে নয়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে পূণরায় যান চলাচল স্বাভাবিক হয়।

About Syed Enamul Huq

Leave a Reply