Sunday , 5 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
উপজেলা ভোট সুষ্ঠু না হলে গণতান্ত্রিক ধারা ক্ষুণ্ণ হতে পারে : সিইসি
--সংগৃহীত ছবি

উপজেলা ভোট সুষ্ঠু না হলে গণতান্ত্রিক ধারা ক্ষুণ্ণ হতে পারে : সিইসি

অনলাইন ডেস্কঃ

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু না হলে গত দ্বাদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে যে গণতান্ত্রিক ধারার ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে বিগত সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ণ হতে পারে। বাংলাদেশে গণতন্ত্র আছে তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শুরুর আগে তিনি এসব কথা বলেন।

সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনের সময় আবেগ-অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয়। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার মাধ্যমে প্রমাণ করতে হবে দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply