Sunday , 5 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
এক শ্রেণিতে ৫৫ জনের বেশি ভর্তি নয়: শিক্ষা প্রতিমন্ত্রী
--সংগৃহীত ছবি

এক শ্রেণিতে ৫৫ জনের বেশি ভর্তি নয়: শিক্ষা প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে প্রতি শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার চাঁপা। তিনি বলেন, ‘এই শিক্ষাক্রম বাস্তাবায়নে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা উচিত হবে না। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।’

বুধবার সাভারের ব্রাক সিডিএম-তে অনুষ্ঠিত এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী এ কথা বলেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম নানা চ্যালেঞ্জের মধ্য দিয়েই বাস্তবায়ন শুরু হয়েছে। ক্রমে এসব সমস্যার সমাধানও করা হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষকের স্বল্পতা রয়েছে।

শামসুন নাহার চাঁপা বলেন, এখন সময় এসেছে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে একযোগে কাজ করার। শিক্ষার রূপান্তরের সাথে সাথে শিক্ষা প্রশাসনের দায়িত্ব ও কর্তব্যেরও রূপান্তর জরুরি।

About Syed Enamul Huq

Leave a Reply